হারানো বিজ্ঞপ্তি

আমি  সুমন চন্দ্র সরকার (৪২), পিতা: মৃত হরিপদ সরকার, মাতাঃ নির্মলা সরকার, জাতীয় পরিচয়পত্র নম্বর: ৪৬২০৮৯৮৬২৯, ঠিকানাঃ ২৬/১৩ মিলব্যারাক, গ্রাম-কালীচরনসাহা রোড, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড-৪৬, থানা গেন্ডারিয়া, জেলা-ঢাকা ও ঠিকানা (বর্তমান)-, গ্রাম-, ইউনিয়ন/ওয়ার্ড-, থানা, জেলা, মোবাইল নং -০১৮৪৬৭৮৯৪৪৫।

গত ১০/০৭/২০২৫ ইং তারিখ বিকেল অনুমান ৫:০০ ঘটিকার সময় কালী চরণ সাহা রোড হইতে আমার নিজ নামীয় এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট যার রেজিঃ ৯৭৮৭১৮/১৯৯৫, রোল নং-১০৬৫২৪, গ্রুপ-বিজ্ঞান, পাশের সন-১৯৯৭, এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট যার রেজিঃ নং-৬৭৪৪১৪, রোল নং-১১১৯৭০, গ্রুপ-বিজ্ঞান, পাশের সন-১৯৯৯, অনার্স পরীক্ষার মূল সার্টিফিকেট যার রেজিঃ নং-৮৮১৬৪৬, রোল নং-০৩১৪০১, গ্রুপ-রাষ্ট বিজ্ঞান, সেশন-১৯৯৯-২০০০ এবং মাস্টার্স পরীক্ষার মূল সার্টিফিকেট যার রেজিঃ নং-৫৯৩৩১০, রোল নং-৩৩১৯৬৮, গ্রুপ-রাষ্ট্রবিজ্ঞান, সেশন-২০০২-২০০৩ নিজের অজান্তে হারিয়ে যায়। অনেক খোজাখুজি করিয়াও হারানো সার্টিফিকেটগুলো আর পাওয়া যায় নাই। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভুক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।

এ বিষয় গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার জিডি ট্র্যাকিং নং: ZYBKDB, জিডি নং: ৫৯১, তারিখ: ১৪/০৭/২০২৫

এগুলো আমার চাকরির জন্য অতীব গুরুত্বপূর্ণ। কেউ পেলে অনুগ্রহ করে নিচের ঠিকানায় অথবা ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি:

মোবাইল: ০১৯৪৭৬৮৮৪৪৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *