নান্দাইল নবম শ্রেণী পড়ুয়া যাত্রীকে অপরনের অভিযোগ

মনজুরুল ইসলাম:

 

ময়মনসিংহের নান্দাইলে ৯ম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।গত (২৪ জুন) রোজ মঙ্গলবার উপজেলার বীর কামাটখালী এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহরণের শিকার ওই ছাত্রীর পিতা মোঃহেলিম উদ্দিন বাদি হয়ে অপহরণের অভিযোগে মোঃসিদ্দিকুর রহমানের ছেলে মোঃআরিফুল ইসলাম (২১) ওরফে সজিব মিয়া, মৃত সাবান আলীর ছেলে মোঃরিপন মিয়া (৩২)সহ চারজনের বিরুদ্ধে গত শুক্রবার (১১ জুলাই) নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপহরণের শিকার ছাত্রী স্থানীয় বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গবার বাড়িতে স্কুল যাওয়ার সময় পথে তাকে একই এলাকার মোঃসিদ্দিকুর রহমানের ছেলে মোঃআরিফুল ইসলাম তার সহযোগীদের নিয়ে একটি সিএনজিতে এসে অপহরণ করে।

মোঃহেলাল উদ্দিন বলেন, মো.আরিফুল ইসলাম ওরফে (সজিব মিয়া) প্রায় সময় আমার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে ঘটনার দিন সকালে পরিকল্পিতভাবে জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজি করেও আমার মেয়ের কোনো সন্ধান পাননি। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআনোয়ার হোসেন জানান, ‘স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছেএ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *