স্বাধীন সংবাদ ডেস্ক:
দেশব্যাপী ঘোষিত “জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল বিভাগে সফর করছেন। এর অংশ হিসেবেই সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে বরিশালের ঐতিহাসিক চরমোনাই পীরের দরবার পরিদর্শন করেন তারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে পৌঁছালে তাদের স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, দলের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সঙ্গে এনসিপির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুফতি ফয়জুল করীম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ফয়জুল করীম বলেন,
“গত বছরের জুলাইয়ে যখন হাসিনা বিরোধী আন্দোলন তুঙ্গে ছিল, তখন আমরা সেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলাম। এখনো আমরা সেই ‘জুলাই আন্দোলনের চেতনা’ ধারণ করি।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,
“জুলাই পদযাত্রার অংশ হিসেবে আমরা যেসব অঞ্চলে যাচ্ছি, সেখানে স্থানীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন স্থান পরিদর্শন করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমোনাই দরবারে এসেছি।”
দুই পক্ষের এই সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় রাজনৈতিক ও সামাজিকভাবে নতুন বার্তা দিচ্ছে বলেও অনেকে মনে করছেন। আলোচনা শেষে নেতৃবৃন্দ দোয়া ও মোনাজাতে অংশ নেন।