সজল-মায়ার হৃদয়ছোঁয়া প্রেম ও বিচ্ছেদের গল্প

স্বাধীন বিনোদন ডেস্ক: 


অদ্ভুত স্বভাবের এক যুবক আর মানসিকভাবে বিপর্যস্ত এক যুবতীর হঠাৎ প্রেম— সেই প্রেম গড়ায় বিয়েতে, শুরু হয় এক রোমাঞ্চকর দাম্পত্য জীবন। কিন্তু শেষমেশ ভাগ্যের নির্মম পরিণতি! এমনই এক ব্যতিক্রমধর্মী প্রেমের গল্প নিয়ে আসছে নতুন নাটক ‘স্পর্শের মায়াজাল’।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এবং অভিনেত্রী শাহনাজ মায়া
রচনা করেছেন প্রত্যয় হাসান, পরিচালনায় আছেন আলোক হাসান
প্রযোজনায় রয়েছেন প্রত্যয় হাসান ও মো. শরিফুল ইসলাম।

পরিচালক আলোক হাসান বলেন,
“ভিন্ন জনরার একটি গল্প দর্শকদের উপহার দিতে যাচ্ছি। বিনোদনের পাশাপাশি সমাজের একটি বাস্তব চিত্রও নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।”

অভিনেতা সজল নাটকটি নিয়ে বলেন,
“আমি যত কাজ করেছি, ‘স্পর্শের মায়াজাল’ আমার কাছে আলাদা লেগেছে। কিছু গল্প থাকে যেগুলো হৃদয়ে গেঁথে যায়— এটি সেরকমই একটি কাজ। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

নাটকে আরও অভিনয় করেছেন মেহেদী আকাশ, অনামিকা জুথি, আনোয়ার হোসেন, জাবেদ গাজী ও শুভ চৌধুরী

‘স্পর্শের মায়াজাল’ প্রচারিত হবে সিনেঘুড়ি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে (CineGhuri Entertainment) আগামী ১৭ জুলাই, বৃহস্পতিবার

দর্শকরা নাটকটির মাধ্যমে ভালোবাসা, মানসিক টানাপোড়েন এবং জীবনের নিষ্ঠুর বাস্তবতার মিশ্র এক আবেগঘন গল্পের স্বাদ পাবেন বলেই প্রত্যাশা করছেন নির্মাতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *