কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ১,৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাবের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স রবিবার (১৪ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। আব্দুস শুক্কুর (৩৩), পিতা-জাফর আলম, মাতা-মমতাজ বেগম, গ্রাম-ধয়া পালং, নয়াপাড়া, জাফরের বাড়ি, ৬নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার।
২। মোঃ জাফর হোসেন (২৬), পিতা-নুরুল আলম, মাতা-ছকিনা খাতুন, গ্রাম-গোয়ালিয়া পালং, ৮নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজার। বর্তমানে তারা চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নোমান কলেজ সংলগ্ন আবুল কলোনিতে বসবাস করছেন।
অভিযানে তাদের কাছ থেকে মোট ১,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নম্বর-১২, তারিখ-১৪/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।
চান্দগাঁও থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।