ওসি বাঁশখালীর দুর্ধর্ষ অভিযানে ইয়াবা কারবারি আটক

কামরুল ইসলাম:

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৩০ মিনিটে বাঁশখালী থানাধীন শেখেরখীল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পেকুয়া-চট্টগ্রাম পাকা সড়কের কাটানাসির পুলের উত্তর পাশে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ জামাল হোসেন। সঙ্গে ছিলেন পুলিশের সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে দুটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে মোট ৪,২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় দুই মাদক কারবারিকে। গ্রেপ্তারকৃতরা হলেন—

  • মনির আহমদ, পিতা– মীর আহমদ, মাতা– জয়নব বিবি, সাং– সেগুন বাগিচা, খুটাখালী, থানা– চকরিয়া, জেলা– কক্সবাজার।

  • লতিফ আলী, পিতা– মৃত সোলতান আহমদ, মাতা– খোতেজা বেগম, সাং– পূর্ব নওদাবাস, থানা– হাতিবান্ধা, জেলা– লালমনিরহাট।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল আদালতে জব্দ তালিকাভুক্ত করা হবে এবং আসামিদের রিমান্ড আবেদন করা হতে পারে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। কোনো ধরনের ছাড় নেই। মাদক কারবারিরা যত বড়ই প্রভাবশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *