মোঃ সোহেল চৌধুরী,কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ। পরিদর্শন কার্যক্রম শেষে “একটি গাছ একটি প্রাণ, এনে দেয় জীবনের গ্রাণ” প্রতিপাদ্যে থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চট্টগ্রাম রেঞ্জের সভানেত্রী শারমিন সিদ্দিকা।
বৃক্ষরোপণ কার্যক্রম শেষে ডিআইজি সাংবাদিকদের উদ্দেশে মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে একটি বক্তব্য দেন। তিনি বলেন, “মাদক কারবারিদের তালিকা করে সবাইকে আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূল ও কারবারিদের দমন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।
পথশিশুদের নিয়ে পুনাকের মানবিক ও সামাজিক কর্মসূচি
অপরদিকে, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে টেকনাফ মডেল থানা চত্বরে পথশিশুদের নিয়ে এক মানবিক ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মূল স্লোগান ছিল: “পথের হাসি, প্রতিটি শৈশব হোক হাসি ও আনন্দের।”
পুনাক কক্সবাজার জেলার উদ্যোগে অর্ধ শতাধিক পথশিশুর মাঝে খাদ্য, পোশাক, বই এবং নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৫ জুলাই ২০২৫ ইং তারিখে, টেকনাফ মডেল থানা প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক চট্টগ্রাম রেঞ্জের সভানেত্রী শারমিন সিদ্দিকা এবং সভাপতিত্ব করেন পুনাক কক্সবাজার জেলার সভানেত্রী আয়েশা সিদ্দিকা।