এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লা দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের একটি বাঁশঝাড় থেকে হনুফা বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫ইং) দুপুরে সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন সুজাত আলীর বাড়ীর পাশে বাঁশঝাড় থেকে ঐ নারীর লাশ উদ্ধার দেবিদ্বার থানা পুলিশ।
হনুফা বেগম দেবিদ্বার উপজেলা বারেরা গ্রামের ঈসা বাড়ির মজিবুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়রা গৌরসার গ্রামের একটি বাঁশঝাড়ে পঞ্চাশ উর্ধ্ব এক নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ওই লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
দেবিদ্বার থানার উপ পরিদর্শক মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, লাশের মাথায় এবং মুখে জখম রয়েছে। হত্যার পর হত্যাকারীরা লাশটি সড়ক থেকে দূরে একটি বাঁশঝাড়ের ঝোপে ফেলে রেখে গেছে।