কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইতিহাসে এক অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি টানা পঞ্চমবারের মতো সেরা ওসির মর্যাদা অর্জন করেন, যা পুলিশের কর্মদক্ষতা ও নেতৃত্বের এক স্বতন্ত্র উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে সিএমপির মাননীয় পুলিশ কমিশনার মো. হাসিব আজিজের দূরদর্শী নেতৃত্ব এবং সাহসী দিকনির্দেশনা। পুলিশ কমিশনার হাসিব আজিজের নেতৃত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গড়ে উঠেছে দুর্নীতিমুক্ত, পেশাদার, জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশ ব্যবস্থা, যা থানা পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করছে।
ওসি আফতাব উদ্দিন চান্দগাঁও থানায় যোগদানের পর থেকেই তাঁর নেতৃত্বে অপরাধ দমনে নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি চান্দগাঁও থানার দায়িত্ব গ্রহণ করেন এবং এলাকা ভিত্তিক গোয়েন্দা তৎপরতা জোরদার করেন। চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তিনি এলাকায় নিরাপত্তার নতুন এক পরিবেশ তৈরি করেন।
তার নেতৃত্বে চান্দগাঁও থানা একাধিক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জটিল মামলার আসামি গ্রেপ্তার ও সংঘবদ্ধ অপরাধ সিন্ডিকেট ভাঙার নজির গড়েছে। মানুষের মধ্যে পুলিশি সেবার প্রতি আস্থা ফিরিয়ে আনতেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অফিসে সাধারণ জনগণ বিনা ভয়ভীতিতে অভিযোগ জানাতে পারেন এবং দ্রুত ন্যায়বিচার পেয়ে থাকেন।
ওসি আফতাব উদ্দিন তার টিমের প্রশংসা করে বলেন, “আমি একক কোনো কৃতিত্ব দাবি করি না। আমার টিমের প্রত্যেক সদস্যের নিষ্ঠা ও পরিশ্রমের জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে।” তিনি ডিসি ও এসি মহোদয়ের পেশাগত সহায়তা এবং জনগণের সমর্থনকে চান্দগাঁও থানার সফলতার প্রধান কৃতিত্ব হিসেবে উল্লেখ করেন।
অপরাধ দমনে জনগণের সহযোগিতা ও আস্থা চান্দগাঁও থানার সবচেয়ে বড় শক্তি। স্থানীয়রা ওসিকে শুধুমাত্র একজন পুলিশ কর্মকর্তা নয়, একজন নিকটবর্তী মানুষ হিসেবে দেখে থাকেন। তাঁদের কাছে ওসি সাহেব ফোনে সমস্যার কথা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়া, দরজা খুলে দেওয়া এমনকি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা তাঁর পরিচয়ের অংশ।
সততা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে পরিচিত আফতাব উদ্দিন রাজনৈতিক চাপ বা প্রভাব থেকে অনাবাসী থেকে ন্যায়বিচার নিশ্চিত করেন। তিনি বলেন, “আইন সবার জন্য সমান। আমি কোনো রাজনৈতিক দলের কর্মচারী নই; আমি জনগণের পুলিশ।”
পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, “ওসি আফতাব উদ্দিনের সাফল্য প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব ও টিমওয়ার্ক থাকলে দেশের যেকোনো থানা মডেল হিসেবে গড়ে উঠতে পারে। আমি গর্বিত যে আমাদের থানাগুলো পেশাদার ও জনবান্ধব পুলিশি পরিবেশ তৈরি করছে।”
ওসি আফতাব উদ্দিন ভবিষ্যতে তাঁর এই সফলতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তরুণ পুলিশ অফিসারদের উদ্দেশে তিনি বলেন, “সৎ ও নিষ্ঠাবান হওয়া মানুষের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। দায়িত্ব নিতে মন ও প্রাণ দিতে হবে।”
বর্তমানে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে থাকায় চান্দগাঁও থানার ধারাবাহিক সাফল্য সবার কাছে আশার বার্তা হয়ে উঠেছে। আফতাব উদ্দিনের সততা, নেতৃত্ব এবং পেশাদারিত্বের সঙ্গে পুলিশ কমিশনার হাসিব আজিজের মানবিক দৃষ্টিভঙ্গি একসঙ্গে দেশের পুলিশ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার সম্ভাবনা রাখে।
এই সাফল্যের গল্প শুধু চান্দগাঁও থানার নয়, বাংলাদেশের প্রতিটি থানার জন্য এক দৃষ্টান্ত, যা জনবান্ধব, নিরাপদ ও সুবিচারভিত্তিক পুলিশের স্বপ্নকে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।