চান্দিনা হাসপাতালে সেনাবাহিনীর অভিযানে চার দালাল আটক

এটিএম মাজহারুল ইসলাম:

 

কুমিল্লা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চান্দিনা আর্মি ক্যাম্প। অভিযানে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ফার্মেসি ও গাড়ি পার্কিংয়ের আশপাশে সক্রিয় দালালদের চিহ্নিত করে ৪ জন দালালকে আটক করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫ইং) দুপুর ২ টায় চান্দিনা আর্মি ক্যাম্প হতে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র নির্মূলের লক্ষে একটি অভিযান পরিচালনা করেন।

জানা যায়, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালাল চক্রের সদস্যগণ দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার সহ অর্থ হাতিয়ে নিচ্ছে। দালাল চক্রের সদস্যগণ হাসপাতালের প্রবেশপথ, রেজিস্ট্রেশন কাউন্টার কিংবা রোগীর স্বজনদের ভিড়ের মধ্য থেকে টার্গেট করে কথা বলেন এবং প্রলোভন দেখিয়ে রোগীকে বেসরকারি হাসপাতালে নিতে চাপ প্রয়োগ করেন।

চান্দিনা আর্মি ক্যাম্প কর্মকর্তা প্রেস ব্রিফিংয়ে বলেন, অভিযানের পর জানতে পারি হাসপাতালের কিছু অসাধু কর্মচারীও দালাল চক্রের সাথে সরাসরি জড়িত এবং নিয়মিত তাদের সাথে আর্থিক লেনদেন হয়। এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। আটককৃত ৪ জন দালাল সদস্যকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চান্দিনা থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *