সাইফুল ইসলাম পলাশ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার। বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম এ সায়েম, আব্দুল্লাহ আল মামুন রাসেল, মনির হোসেন মিধা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, মহিউদ্দিন মহি, ইঞ্জিনিয়ার হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “তারেক রহমান আমাদের আবেগের জায়গা—এই জায়গায় কেউ হাত দিলে তার হাত পুড়িয়ে ফেলব।”
তারা আরও অভিযোগ করেন, “বর্তমান শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে। তারা প্রশাসনের নির্লিপ্ততা কাজে লাগিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে একের পর এক চক্রান্তে লিপ্ত হয়েছে।”
বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং এই ধরনের আচরণের পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।