মিউজিক ভিডিওতে প্রথমবার শবনম বুবলী

স্বাধীন বিনোদন ডেস্ক: 

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এবার নতুন রূপে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতে, যার শিরোনাম ‘ময়না’

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন খ্যাতনামা নির্মাতা তানিম রহমান অংশু। সম্প্রতি রাজধানীর বিএফডিসিতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। ভিডিওটি শিগগিরই প্রকাশিত হবে গানচিল মিউজিক-এর ব্যানারে।

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার জনপ্রিয় শিল্পী আকাশ সেন
নির্মাতা অংশু জানান,
“বুবলীকে আমরা এই ভিডিওতে একেবারে নতুন একটি লুকে দেখতে পাব। মিউজিক ভিডিওটি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।”

নিজের প্রথম মিউজিক ভিডিও নিয়ে বুবলী বলেন,
“নিজেকে নতুনভাবে উপস্থাপন করাই ছিল মূল চ্যালেঞ্জ। দর্শক আমাকে এমনভাবে আগে দেখেনি, এবার দেখবে। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা।”

এদিকে সিনেমার বড় পর্দাতেও বেশ সক্রিয় বুবলী। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত তিনটি চলচ্চিত্র

  • ‘সর্দার বাড়ির খেলা’ (পরিচালক: রাখাল সবুজ, সরকারি অনুদানের সিনেমা)

  • ‘পিনিক’ (পরিচালক: জাহিদ জুয়েল)

  • ‘শাপলা শালুক’ (পরিচালক: রাশেদা আক্তার)

এই সিনেমাগুলো নিয়ে বুবলী বলেন,
“প্রত্যেকটি সিনেমাতেই আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। আমি বিশ্বাস করি, দর্শক নতুন অভিজ্ঞতা পাবে।”

চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতে বুবলীর পদচারণা এবার তার ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি ভিন্নমাত্রার চমক হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *