সোহাগ হত্যা মামলায় পাথর নিক্ষেপকারী একজন পটুয়াখালী থেকে গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি: 

রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এক গুরুত্বপূর্ণ আসামিকে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া ব্যক্তি হত্যাকাণ্ডের সময় সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিলেন বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র।

তবে তদন্তের স্বার্থে আসামির নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে ইটবাড়িয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজেদুল ইসলাম। তিনি বলেন, “ঢাকা ডিবির একটি টিম রাতেই পটুয়াখালীতে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করে। যেহেতু বিষয়টি স্পর্শকাতর এবং অন্য জেলায় অভিযান চলছে, তাই এখনই বিস্তারিত তথ্য দেওয়া যাচ্ছে না।”

ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এর আগে গ্রেফতার হওয়া কয়েকজন আসামিকে জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে ওই ব্যক্তির অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে পটুয়াখালীতে অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে, মামলার আরও একজন পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় রাজধানীসহ বিভিন্ন জেলায় একাধিক অভিযান চালিয়ে ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *