আবাসিক এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন প্রত্যাহারের দাবিতে নলছিটিতে মানববন্ধন

আমির হোসেন:


ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামে আবাসিক এলাকার উপর দিয়ে ৩৩,০০০ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় ফেরিঘাট সংলগ্ন পুরাতন সড়কে স্থানীয়রা এই কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেড তাদের বর্ধিত ফ্যাক্টরির সুবিধার্থে বিদ্যুৎ বিভাগের সহায়তায় সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থে সঞ্চালন লাইনটি আবাসিক এলাকার মধ্য দিয়ে স্থানান্তর করছেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ লাইনটি ফেরিঘাট এলাকা হয়ে বিকল্প পথে ছিল। কিন্তু ফ্যাক্টরি সম্প্রসারণের অংশে পড়ে যাওয়ায় খয়রাবাদ নদীর উপর দিয়ে ঘুরিয়ে তা গ্রামবাসীর ঘরবাড়ির উপর দিয়ে নেওয়া হচ্ছে, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ও অবৈধ।

স্থানীয় বাসিন্দা রিমন খান জানান, “আমরা আদালতে স্থগিতাদেশ চেয়ে মামলা করেছি, এমনকি সেনা ক্যাম্পেও অভিযোগ দিয়েছি। তারপরও কাজ বন্ধ হচ্ছে না। এই লাইন হাজারো মানুষের জীবনের জন্য হুমকি।”

আরেক বাসিন্দা মো. প্রান্ত খান বলেন, “ভূমিদস্যু মামুন মেকার অপসোনিনের সহযোগী হয়ে এমপি আমুর ছত্রছায়ায় এই অনিয়ম চালিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পরও তার অপকর্ম বন্ধ হয়নি। বরং অপসোনিনকে সুবিধা দিতে গিয়ে পুরো গ্রামবাসীকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।”

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে বিদ্যুৎ বিভাগ এসব অনিয়ম চালিয়ে যাচ্ছে। প্রতিবাদকারীদের কয়েকজনকে মামুন মেকার ও সরোয়ার নামের দুই ব্যক্তি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

দপদপিয়া এলাকার সর্বস্তরের জনগণ দ্রুত বিদ্যুৎ লাইনের রুট পরিবর্তন ও বিদ্যুৎ বিভাগের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *