গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ

আব্দুর রশিদ, সাতক্ষীরা:

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ১৬ই জুলাই বুধবার বিকাল পাঁচটায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সমাবেশে ছাত্ররা “তুমি কে? আমি কে?”, “রাজাকার, রাজাকার”, “কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার”, “গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চাই”, “আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না”, “আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই”—ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে কর্মসূচির স্থান।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার আহ্বায়ক মোহাম্মদ আরাফাত রহমান, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ, আবু হাসান প্রমুখ।

বক্তারা বলেন, প্রশাসনের অবহেলায় এমন হামলা চালানোর সাহস দেখিয়েছে আওয়ামী ‘সন্ত্রাসীরা’। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

এ সময় আগামীকাল বেলা ১১টায় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় নতুন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *