দলীয় কর্মীদের ওপর হামলায় পুলিশ ছিল নিরব দর্শক: সারজিস আলম

মোঃ আনজার শাহ:

গোপালগঞ্জে জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এনসিপির (ন্যাশনাল ক্যাম্পেইন ফর পিপল) কর্মীদের উপর হামলার অভিযোগ তুলেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা সারজিস আলম। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, স্থানীয় একটি রাজনৈতিক দলের ‘সমর্থিত দালালরা’ তাদের উপর হামলা চালিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোনো কার্যকর ভূমিকা নেয়নি।

সারজিস আলম তার পোস্টে লেখেন:“গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, নাহয় ফিরব না।”

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় কর্মীদের গোপালগঞ্জে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। সেইসাথে স্থানীয় ছাত্র ও জনতার প্রতি তিনি দালালদের বিরুদ্ধে ‘প্রতিবাদে জেগে ওঠার’ আহ্বান জানান।

ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের মতামত জানার জন্য চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক উত্তেজনার কারণে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *