পটিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরি, বিশেষ অভিযানে সাতজন আটক

কামরুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রামের পটিয়া থানার কোলাগাঁও ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় চোরাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধারসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি অটোরিকশা।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম-বার)–এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

প্রথম অভিযানে, গত ১৩ জুলাই রাত ১০টা থেকে ১৪ জুলাই ভোররাত ৩টা ৫০ মিনিটের মধ্যে পটিয়া থানার কোলাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলান্ধা এলাকায় জনৈক মোঃ বদিউল আলমের বাড়ির উঠান থেকে চুরি হওয়া সবুজ ও নীল রঙের একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। ১৪ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে মালিয়ারা বাজারের গ্যাঞ্জাম মার্কেটের সামনে থেকে তা উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. আব্দুল্লাহ আল নোমান (১৯),
২. মোঃ রাসেল (২২),
৩. আহাম্মদ আলী রানা (২৩)।
তাঁরা সকলেই পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

দ্বিতীয় ঘটনায়, ১৪ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কোলাগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাখেরা এলাকায় এয়াছিন আরাফাত নামের এক যুবকের কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা লুট করা হয়। পরে রাত ১১টা ৫৫ মিনিটে ছবুর মার্কেট সংলগ্ন বাবুল ওয়াকশপের সামনে থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। এসময় চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ দেলোয়ার হোসেন (২৫),
২. জিয়াউর রহমান (২৮),
৩. মোঃ নাছির উদ্দিন (৩২),
৪. মোঃ রাকিব (২০)।
তাঁরা সকলেই কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার বাসিন্দা।

উভয় ঘটনায় পটিয়া থানায় পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *