মোঃ আনজার শাহ:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন করে সাংগঠনিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। দলটির উপজেলা ইউনিটের আওতাধীন ১১টি ইউনিয়নে আগামী ২৬ জুলাই একযোগে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় মনোহরগঞ্জের চৈতি এলাকায় সাবেক ছাত্রনেতা ও বিএনপির স্থানীয় সংগঠক কালাম চৌধুরীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলার দুইবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ ইলিয়াস পাটোয়ারী, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা।
বৈঠকে মনোনয়ন, সাংগঠনিক কাঠামো এবং কাউন্সিল সফল করতে করণীয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সর্বসম্মতিক্রমে ১১টি ইউনিয়নের কাউন্সিল আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।
এই বিষয়ে লন্ডনপ্রবাসী বিএনপি নেতা ইরফানুল হক পাটোয়ারী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে লিখেছেন,
“মনোহরগঞ্জের বিএনপি আবারও জেগে উঠেছে। ২৬ জুলাই ১১টি ইউনিয়নে একযোগে কাউন্সিল। ইনশাআল্লাহ, গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে তোলা হবে তৃণমূলে।”
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই কাউন্সিলের মাধ্যমে মনোহরগঞ্জে বিএনপির রাজনীতিতে একটি নতুন ধারা সূচিত হতে যাচ্ছে, যা আগামী জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।