যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে কুখ্যাত মাদক কারবারি মাসুম গ্রেফতার

হাসান আলী: 

রাজধানীর যাত্রাবাড়ী থেকে হত্যা ও মাদকের একাধিক মামলায় পলাতক কুখ্যাত আসামি মাসুম কামাল ওরফে কালা মাসুম ওরফে মাসুম বাবু (২৯) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, তিনি মাদক ব্যবসার ‘সিটি লিস্টে’ শীর্ষস্থানে থাকা একজন বিপজ্জনক অপরাধী এবং ‘মৃত তালিকায়’ থাকা তালিকাভুক্ত আসামি।

গ্রেফতারকৃত মাসুম যাত্রাবাড়ী থানার পুরাতন মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা, পিতার নাম মৃত ইব্রাহিম হোসেন।

ডিবি সূত্র জানায়, মাসুমের বিরুদ্ধে অন্তত ২০ থেকে ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে—হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ছিনতাই, চাঁদাবাজি এবং পুলিশের ওপর হামলার একাধিক অভিযোগ। বিভিন্ন সময় এলাকায় আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ এবং সম্পত্তিগত দ্বন্দ্বে তিনি বেশ কয়েকটি সহিংস ঘটনায় জড়িত ছিলেন। এমনকি এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাসুম দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় ‘আওয়ামী লীগ নেতা’ পরিচয়ে প্রভাব বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পেত না। অভিযোগ রয়েছে, মাসুমের নেতৃত্বে একটি চক্র গাঁজা ও ইয়াবার ব্যবসা নিয়ন্ত্রণ করত। পুলিশের একাংশের সঙ্গে আঁতাত থাকার কারণেই এতদিন তিনি আইনের হাতের বাইরে ছিলেন।

স্থানীয় রাজনৈতিক নেতারা বলেন, মাসুম শুধু নিজে মাদক কারবারে যুক্ত ছিলেন না, উঠতি তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে অপরাধে উৎসাহ দিতেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল তার গ্রেফতার, অবশেষে ডিবি পুলিশের সফল অভিযানে তা সম্ভব হলো।

পুলিশ জানিয়েছে, মাসুমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *