ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো ‘নৌকা’ প্রতীক

মোঃ আনজার শাহ:

বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ এখন আর নেই নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে। ১৬ জুলাই বুধবার সকালে হঠাৎ করেই ইসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দলটির নিবন্ধন সংক্রান্ত সকল তথ্যের সঙ্গে প্রতীকের ছবিও সরিয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এ তথ্য সরানো হয়েছে।” যদিও প্রতীকটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলেও আনুষ্ঠানিকভাবে এখনও তা বাতিল করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

এর আগেই ১২ মে দেশের অন্তর্বর্তী সরকারের এক আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন থেকে দলটির নিবন্ধন স্থগিত করা হয়। এরপর থেকেই ওয়েবসাইটে দলটির নামের পাশে ‘নিবন্ধন স্থগিত’ লেখা থাকলেও প্রতীকটির ছবি ছিল অক্ষত। তবে ১৬ জুলাই সকাল থেকে তা পুরোপুরি উধাও।

Kalbela টেলিভিশনের এক ভিডিও রিপোর্টে দেখা যায়, ওয়েবসাইট থেকে দলটির নাম, প্রতীক এবং সংক্ষিপ্ত পরিচিতিসহ সব তথ্য মুছে ফেলা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন— “অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”

এদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে— আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় ‘নৌকা’ প্রতীকটিরও তালিকা থেকে বাদ দেওয়া জরুরি ছিল। তারা নির্বাচন কমিশনের কাছে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ চেয়ে দাবি জানিয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, “নৌকা প্রতীক আইনি ভিত্তিতে আর বৈধ নয়, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *