আমির হোসেন, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজীম, একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধিবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানানো হয়।
চাইলে আরও বিস্তারিত বা অনুসন্ধানী ধরনে সাজিয়ে দিতে পারি।