চরমোনাইয়ে টলার সার্ভিস পুনরায় চালু, মাত্র ১০ টাকায় বরিশাল যাতায়াত, খুশি এলাকাবাসী

মোঃ রবিউল ইসলাম রাব্বি, বরিশাল:


বরিশালের চরমোনাই ইউনিয়নের বহুদিনের প্রত্যাশা পূরণ হলো অবশেষে। পুনরায় চালু হয়েছে চরহোগলা টলারঘাট থেকে বরিশাল বালুরঘাট/লঞ্চঘাট পর্যন্ত স্বল্পমূল্যের টলার সার্ভিস। মাত্র ১০ টাকায় এই নৌযানযোগে যাতায়াত করতে পারায় আনন্দিত এলাকাবাসী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম জনগণের স্বার্থে এ উদ্যোগ গ্রহণ করেন। প্রতিদিন সকাল ৬টা থেকে প্রতি ১৫ মিনিট পর পর ট্রলার চলাচল করবে, যা বরিশাল থেকে চরহোগলার উদ্দেশ্যে শেষবার ছেড়ে যাবে রাত ১১টায়। পুরো কার্যক্রমের তত্ত্বাবধানে রয়েছেন চরমোনাই ইউনিয়ন অটো আলফা সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুম বিল্লাহ।

প্রায় ৩০ হাজার ভোটারবহুল এই ইউনিয়নে রয়েছে ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পূর্বে বরিশালে পৌঁছাতে ৭ কিলোমিটার ঘুরপথ পাড়ি দিতে হতো, যেখানে সময় ও খরচ দুটোই বেশি লাগত। এখন মাত্র ১০ টাকায় সরাসরি বরিশালে যাতায়াত সম্ভব হওয়ায় সময় বাঁচছে, ভোগান্তিও কমেছে।

এলাকার একাধিক বাসিন্দা জানান, “এটি আমাদের জন্য বিশাল স্বস্তির ব্যাপার। এখন ঝামেলা ছাড়াই দ্রুত বরিশালে যাওয়া যাচ্ছে।”

চরমোনাই ইউনিয়নে একটি বৃহৎ পশুর হাট এবং সাতটি নিত্যপ্রয়োজনীয় হাট-বাজার রয়েছে, যেখানে প্রতিদিন বরিশালসহ আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ যাতায়াত করেন। টলার সার্ভিস চালু হওয়ায় হাট-বাজারকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয় এক ব্যবসায়ী আবদুল কাদের বলেন, “আগে বরিশাল থেকে পণ্য আনতে সময় ও অর্থ দুটোই বেশি লাগত। এখন ১০ টাকায় দ্রুত যাতায়াত সম্ভব হওয়ায় খরচ কমছে, সময়ও বাঁচছে।”

আরেক ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, “নতুন এই সার্ভিসের ফলে ক্রেতারা সহজে হাটে আসতে পারছেন। আমাদের বিক্রিও বাড়ছে। চেয়ারম্যান সাহেবের এই উদ্যোগ ব্যবসায়ীদের জন্য বড় সহায়ক হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *