মোঃ আনজার শাহ:
ঐতিহ্যবাহী বরিশাল বিভাগের ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী, আলিয়া মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের প্রথম শ্রেণির প্রশাসনিক বিসিএস ক্যাডার মুহা. মুছাব্বেরুল ইসলাম সম্প্রতি মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদে যোগদান করেছেন।
তার এ অভাবনীয় অর্জন শুধু ছারছীনা মাদ্রাসার জন্য নয়, বরং সমগ্র আলিয়া মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ও ধর্মভিত্তিক শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে।
মুহা. মুছাব্বেরুল ইসলাম তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও নৈতিকতার ছাপ রেখে চলেছেন শুরু থেকেই। মুন্সিগঞ্জের প্রশাসনিক দায়িত্বে তাঁর নিয়োগে স্থানীয়দের মাঝেও আশার আলো জেগেছে।
আমরা তার দুনিয়া ও আখিরাতের সফলতা ও কল্যাণ কামনা করি। মহান আল্লাহ যেন তাকে দ্বীনি ও দুনিয়াবি খেদমতে আরও বারাকাহ দান করেন—এই দোয়া করি সবাই।