কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব হোসেনের দিকনির্দেশনায় পুলিশের একাধিক টিম পৃথক অভিযানে চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
১৬ জুলাই (মঙ্গলবার) রাতে চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান, এসআই (নিঃ) নুরুজ্জামান, এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেন ও এএসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম। সঙ্গে ছিলেন সঙ্গীয় নারী ফোর্স সদস্যরা।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন:
১। মোহাম্মদ জুনাইদ, পিতা–মোকতার আহমদ।
ঠিকানা– জসীমের কলোনী, মাঝি বাড়ী, সিএন্ডবি, শাপলা বাজার সংলগ্ন, চান্দগাঁও, চট্টগ্রাম।
তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৩ ধারায় সিআর নং ৭৬৫/২৫ (চান্দগাঁও) মামলায় গ্রেফতার করা হয়।
২। রুমানা আক্তার, পিতা–মোঃ আতাউর রহমান।
ঠিকানা– হামিদচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে, খাদেম বাবুল কলোনী, একতা মাজার গেট সংলগ্ন, মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম।
তার বিরুদ্ধে এনআই অ্যাক্ট ১৩৮ ধারায় দায়েরকৃত সিআর নং ২২৬/২৫ (বায়েজিদ) মামলায় গ্রেফতার করা হয়।
৩। মোঃ সাজ্জাদ (২৫), পিতা–মোঃ জাফর সওদাগর।
ঠিকানা– চর রাঙ্গামাটিয়া, সাহেলা আহমদ চৌধুরী বাড়ি, মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম।
তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩০৭/৩৮০ ধারায় সিআর নং ৭১২/২৫ (চান্দগাঁও) মামলায় গ্রেফতার করা হয়।
৪। মোঃ ইব্রাহিম খলিল (৩২), পিতা–মুহাম্মদ হাসান আলী।
ঠিকানা– বিএডিসি কলোনী, আব্বাস মিয়ার বিল্ডিং, ৩য় তলা, সিএন্ডবি, শাপলা ক্লাবের বিপরীতে, মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম।
তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৩ ধারায় দায়েরকৃত সিআর নং ৫৭১/২৫ (চান্দগাঁও) মামলায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের সকলকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আফতাব হোসেন। তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।