শেখ আলমগীর হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

মোঃ আনজার শাহ:

মানবকল্যাণে নিবেদিত সংগঠন গড়ুইমহল মানবকল্যাণ যুব সংস্থা আবারও দেখালো দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ আলমগীর হোসেন এর নেতৃত্বে এবং সংগঠনের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে গড়ুইমহল কাচারী পুকুর সংলগ্ন দীর্ঘদিনের ভাঙা রাস্তাটি সংস্কার করা হয় সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে।

পথটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছিল। সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি ছিল চরম দুর্ভোগের কারণ। এমন প্রেক্ষাপটে এই রাস্তা সংস্কারের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও প্রশংসা বয়ে এনেছে।

সংস্কারকাজে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য মোঃ আশিক এলাহী, জনাব শাহিদুল ইসলাম, মোঃ আমিনুর রহমান, রবিউল ইসলাম, আঃ রহমান, মনির হোসেন সহ অন্যান্য নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ।

স্থানীয় এক বাসিন্দা জানান, “এই যুবকদের স্বেচ্ছাশ্রমে করা এমন উদ্যোগ সমাজে পরিবর্তনের বার্তা দেয়। সরকারি সাহায্যের অপেক্ষা না করে তারা নিজেরাই কাজ করে দেখিয়েছে।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা মানবিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *