স্বাধীন সংবাদ ডেস্ক:
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মীর ঢল নামে উদ্যানে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ দফা দাবিতে আয়োজিত এ সমাবেশে প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় জামায়াতের প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন এবং জুলাই গণহত্যার বিচারসহ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের দাবিতে বিভিন্ন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।