বোয়ালখালীতে দুই মাদক বিক্রেতা থানা পুলিশের হাতে গ্রেপ্তার

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

বোয়ালখালীতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১২ হাজার ৪৭০ টাকা ও ৫টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন– উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খিতাপচর আদু খাঁ বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে মো. নাছির উদ্দিন (৫০) এবং একই ইউনিয়নের বেঙ্গুরা আনুমিয়া পেশকার বাড়ির নাসির উদ্দিনের ছেলে মো. জোবাইর হোসপন আরমান (২২)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *