হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

এটিএম মাজহারুল ইসলাম:

কুমিল্লার হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (২০ জুলাই ২০২৫ ইং) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গোয়ারিয়াভাঙ্গা ও ডুমুরিয়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই দুই গ্রামের লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ টাকা অটো ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজন যুবকের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

এ খবর পেয়ে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মারামারির জন্য এগিয়ে আসে। একপর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময় গোয়ারিয়াভাঙ্গা ও ডুমুরিয়া উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা বলেন, “উভয় গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা জানতে পেরে আমি নিজেই ঘটনাস্থলে যাই। জীবনের ঝুঁকি নিয়ে উভয় পক্ষকে নিবৃত্ত করি এবং আশ্বস্ত করি যে, উপযুক্ত বিচার করা হবে। পরবর্তীতে গ্রামবাসীরা যার যার গ্রামে ফিরে যায়। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *