এ আর সুমন:
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ ইমন মিয়া ও তনয় চন্দ্র দাসকে স্মরণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বরে এই স্মারক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দুই শহীদের স্মরণে দুটি ফলজ গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুছা: দিলশাদ জাহান, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, বিএনপি নেতা নিজামুল হক নজরুল, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ এবং শহীদ ইমন ও তনয় চন্দ্র দাসের পরিবারের সদস্যরা।
২০২৪ সালের জুলাই-আগস্টে ঢাকায় কোটা সংস্কারের দাবিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে অষ্টগ্রামের দুই যুবক ইমন মিয়া ও তনয় চন্দ্র দাস নিহত হন। দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।