চান্দিনায় ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানের দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

এটিএম মাজহারুল ইসলাম:


কুমিল্লার চান্দিনায় ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানের দিবসসমূহ পালন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই ২০২৫ ইং) দুপুরে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিক, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি এম. এ. জামান, চান্দিনা গণ অধিকার পরিষদের আহ্বায়ক নাজমুল হাসান, চান্দিনা উপজেলা এনসিপির যুগ্ম-সমন্বয়ক ফারহানা ইয়াসমিনসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *