জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

আব্দুর রহিম জয়, বগুড়া:


বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৯ জুলাই) বেলা ১২টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির, মাফতুন আহম্মেদ খান রুবেল, শেখ তাহাউদ্দিন নাইন, সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমনসহ জেলা শ্রমিক দল, মৎস্যজীবী দল এবং জেলার ১২টি উপজেলার নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা জীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। অথচ আজ তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও ছবির অবমাননা করা হচ্ছে।”

তারা আরও বলেন, “গত ১৭ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চলছে। এখন তার বিরুদ্ধেও চলছে কুরুচিকর মন্তব্য ও অপপ্রচার। এসব আর সহ্য করা হবে না। যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, তারা নির্বাচন বানচাল ও জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায়—তাদের দাঁতভাঙা জবাব দেবে বিএনপি।”

বক্তারা আরও হুঁশিয়ার করে বলেন, “শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যদি আর কটুক্তি ও মিথ্যাচার চালানো হয়, বিএনপি ঘরে বসে থাকবে না।”

এর আগে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *