নেত্রকোনার মুক্তা স্বামীর নির্যাতনের শিকার

সুলতানা আক্তার খাতুন, নেত্রকোনা:


নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও গ্রামের মো. বুলবুল শের মিয়ার মেয়ে মোছাঃ তামীমা আক্তার মুক্তা দীর্ঘদিন ধরে স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।

সূত্রে জানা যায়, জেলার আটপাড়া উপজেলার কৈলং গ্রামের মৃত জবান হোসেনের ছেলে মো. সাদেকুর রহমান তাং-এর সঙ্গে মুক্তার বিবাহ হয়। প্রথমদিকে দাম্পত্য জীবন ভালোই চলছিল এবং তাদের ঘরে তিনটি সন্তান জন্ম নেয়।

কিন্তু হঠাৎ করেই স্বামী সাদেকুর অন্য এক নারীর প্রেমে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে বিয়ে করেন। এতে পারিবারিক জীবনে অশান্তি নেমে আসে এবং মুক্তা ক্রমেই নির্যাতনের শিকার হতে থাকেন।

অভিযোগ রয়েছে, এই সুযোগে সাদেকুর তেলিগাতী বাজারে থাকা মুক্তার নামে থাকা একটি ঘর নিজের নামে লিখে নেন। বিষয়টি জানতে পেরে মুক্তা নেত্রকোনা আদালতে মামলা করেন। এরপর থেকেই সাদেকুর একের পর এক মিথ্যা মামলা দিয়ে মুক্তা ও তার আত্মীয়স্বজনদের হয়রানি করে আসছেন।

মুক্তা সাংবাদিকদের বলেন, “আমার স্বামী জাল স্বাক্ষর দিয়ে আমার জমি নিজের নামে লিখে নিয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। শুধু তাই নয়, গত দুই বছর ধরে আমাকে ও আমার পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে সে। আমার সুখের সংসার ভেঙে চুরমার করে দিয়েছে সাদেকুর ও তার দ্বিতীয় স্ত্রী।”

এ ঘটনার বিচার দাবিতে মুক্তা নেত্রকোনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন। তিনি জানান, প্রয়োজনে তিনি নিজে জেলা প্রশাসনের দপ্তরে গিয়ে অপরাধীর বিরুদ্ধে বিচার দাবি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *