শিবালয়ে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মোঃ জাহাঙ্গীর আলম: 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নে এক গ্রাম পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে দক্ষিণ উলাইল গ্রামের আয়নালের মোড়ে এই ঘটনা ঘটে।

ভাটলা গ্রামের বাসিন্দা ও উলাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মোঃ আনিসুর রহমান (৪০) অভিযোগ করেন, মানিকনগর গ্রামের মোঃ সৌরভ মোল্লা (সুমন) (৩৬), পিতা মোঃ গফুর, তাকে পরিকল্পিতভাবে মারধর করেন।

আনিসুর রহমান জানান, ঘটনার দিন সকালে দায়িত্ব পালনরত অবস্থায় ইউপি সদস্যের ফোন পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে চুরি-সংক্রান্ত একটি বিষয়ে উত্তেজনা চলছিল। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করলে অভিযুক্ত সৌরভ মোল্লা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য খলিল, সংরক্ষিত নারী সদস্য রিনা, ইউপি সদস্য ফয়সাল, সাবেক সদস্য আনোয়ার হোসেন আনু, রওশন আরা, সেলিনাসহ দুই শতাধিক স্থানীয় জনতা।

ইউপি সদস্য খলিল বলেন, “আজ গ্রাম পুলিশকে মারছে, কাল অন্য কেউ আক্রান্ত হতে পারে। এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

অভিযুক্ত মোঃ সৌরভ মোল্লা (সুমন)-এর বক্তব্য পাওয়া যায়নি।

উলাইল ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার আঃ আলিম জানান, মঙ্গলবারের মধ্যে সুষ্ঠু সমাধান না হলে বুধবার থেকে ইউনিয়ন পরিষদে কর্মবিরতির ডাক দেওয়া হবে।

উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান বলেন, “এটি সরকারি কাজে বাধা দেওয়ার শামিল। আমরা সঠিক বিচার চাই।”

শিবালয় থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শিবালয়ের ইউএনও মোঃ জাকির হোসেন জানান, “ওসিকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *