স্টাফ রিপোর্টার:
২১ জুলাই সোমবার বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদ সভাপতি মোঃ জামাল হোসেন।
এছাড়াও সভায় সংস্থার নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সিনিয়র সহ সভাপতি মোঃ আলমগীর গনি, সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সহ সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ, সহ সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, যুগ্ম মহাসচিব মোঃ কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব মোঃ হারিসুর রহমান, সাংগঠনিক সচিব মোঃ তৌহিদ রিপন, সাংগঠনিক সচিব মোঃ ইসমাইল হোসেন এলিন,অর্থ সচিব মোঃ আবেদ আলী, দপ্তর সচিব মোঃ সিপন আলী, নির্বাহী সদস্য মোঃ মাহমুদ মোস্তফা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন এর ৭৯ তম জন্মদিন পালন ও ১৪ অক্টোবর ২০২৫ তারিখ ১ম মৃত্যু বার্ষিকী পালন করা হবে। ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার জাতীয় প্রেসক্লাবে দেশের সকল উপজেলা, জেলা, মহানগর ও বিভাগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দের নিয়ে জাতীয় প্রতিনিধি সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।