পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দিরের সাবেক সচিব অনিল ধর আর নেই

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:

চট্টগ্রাম বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দিরের সাবেক সচিব এবং পরিচালনা পর্ষদের সহ-সাধারণ সম্পাদক উত্তম ধর ‘র পিতা অনিল ধর (৭৬) গতকাল রাত ৯টা ৪৩ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেছেন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান।

তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

এদিকে অনিল ধরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পূর্ব গোমদন্ডী যোগাশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ, লোকনাথ মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি শ্যামল চৌধুরী, সাধারণ সম্পাদক অনিল দে, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু ঘোষ, সুহৃদ ক্লাবের সভাপতি ডা. প্রভাস চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বিকাশ কান্তি সিকদার, সুব্রত দত্ত রাজুসহ সকল নেতৃবৃন্দ;

উৎসব কমিটির সভাপতি পণ্ডিত তাপস চক্রবর্ত্তী এবং সাধারণ সম্পাদক সুমন কর।

আজ সোমবার নিজ বাড়ির পারিবারিক শ্মশানে দাহক্রিয়া সম্পন্ন হয়।

উনার বিদেহী আত্মার সদগতি কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *