অনলাইন লিংকে ক্লিক করে প্রতারণার ফাঁদে পড়বেন না

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষ থেকে এক বিশেষ সতর্কতামূলক বার্তায় জানানো হয়েছে, সম্প্রতি প্রতারক চক্র ভুয়া লিংক ব্যবহার করে সাধারণ মানুষের মোবাইলে প্রতারণামূলক বার্তা পাঠাচ্ছে। এসব বার্তায় কখনো বলা হচ্ছে, “আপনার অ্যাকাউন্টে ৩,৭৭,৭৭৭ টাকা এসেছে”, কিংবা “আপনি ৩০,০০,০০০ মার্কিন ডলার জিতেছেন” — এবং এর সাথে একটি লিংকে ক্লিক করার আহ্বান জানানো হচ্ছে।

পুলিশ সুপারের বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই ধরণের বার্তাগুলো সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক। কৌতুহল বা লোভের বশবর্তী হয়ে কেউ এসব লিংকে ক্লিক করলে তার মোবাইল ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (যেমন বিকাশ, নগদ) হ্যাক হয়ে যেতে পারে। এতে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার পাশাপাশি বড় ধরণের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে।

সতর্কবার্তায় আরও বলা হয়, কেউ যদি এমন বার্তা পান, তবে সঙ্গে সঙ্গে বার্তাটি পাঠানো নম্বরটি ব্লক করে দিতে হবে এবং লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। প্রতারণা থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।

পুলিশ সুপার সাধারণ জনগণকে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন এবং অন্যদের সতর্ক করতে এই বার্তাটি শেয়ার করার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *