ওসি আফতাবের নেতৃত্বে চান্দগাঁওয়ে দুর্ধর্ষ অভিযান, ছয় আসামি গ্রেফতার

কামরুল ইসলাম, চট্টগ্রাম:


চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাবের সাহসিক নেতৃত্বে একটি ধারাবাহিক ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ছয়জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২১ জুলাই (সোমবার) রাতব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) হারেছ মোঃ কুসুম, এসআই (নিঃ) ইমামুল হাসান, এসআই (নিঃ) হৃদয় মাহমুদ লিটন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃতরা হলো—
১. মোঃ সজিব (২৬), বর্তমান ঠিকানা: ইলিয়াস মোল্লার কলোনী, চকবাজার, চট্টগ্রাম
২. মোঃ সাব্বির হোসেন ফরহাদ (২০), বর্তমান ঠিকানা: ডিসি রোড, চকবাজার, চট্টগ্রাম
৩. মোঃ মুন্না (৩২), ঠিকানা: কাপ্তাই রাস্তার মাথা, চান্দগাঁও, চট্টগ্রাম
৪. মোঃ আলী হায়দার (২৫), ঠিকানা: মৌলভী পুকুরপাড়, চান্দগাঁও, চট্টগ্রাম
৫. মোঃ নয়ন (৩২), বর্তমান ঠিকানা: মেরাজনগর, কদমতলী, ঢাকা
৬. মোঃ মেশকাত উদ্দিন জিসান (১৯), বর্তমান ঠিকানা: হাদু মাঝির পাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ আইনের ৮৮ (ডি) ধারা ও মহানগর অধ্যাদেশের ১০৩ ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

ওসি মোঃ আফতাব জানান, অপরাধ দমনে চান্দগাঁও থানা পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয় জনগণ এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *