গাজীপুরের পূবাইলে গরু-গাড়ির টাকায় কেনা জমি দখলের চেষ্টা

খসরু মৃধা:


গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবী শেখবাড়ী উত্তরপাড়া এলাকায় ৫০-৬০ বছর ধরে ভোগদখলে থাকা জমিতে হামলা, লুটপাট, ঘরবাড়ি ভাঙচুর ও নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগে স্থানীয় বাসিন্দা মৃত শেখ সুন্দর আলীর ছেলে শেখ মুজিবর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এসব অপকর্মের কথা বলা হয়েছে।

রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী মৃত শেখ শাহজাহানের মেয়ে শিউলি আক্তার পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত হিসেবে শেখ মুজিবর, শেখ মুজিবুর রহমান, শেখ রুমেন, শেখ সুজন, রোকেয়া বেগম, সুমি আক্তার ও তামান্নার নাম উল্লেখ করা হয়।

অভিযোগে জানা যায়, প্রায় ছয় দশক আগে মেঘডুবী মৌজার ২৪ শতক জমি শেখ শাহাদ আলী তার সহোদর শেখ সুন্দর আলীর কাছ থেকে ক্রয় করে বসতঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। শাহাদ আলী ও তার ছেলে শাহজাহান জীবিত থাকা অবস্থায় কেউ ওই জমির মালিকানা দাবি করেননি।

তবে শাহজাহান মৃত্যুর পর গত তিন মাস আগে স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ নূর আলী ও কিছু গণ্যমান্য ব্যক্তি বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেন। তারা জানান, জমির প্রামাণ্য দলিল খুঁজে না পাওয়ায় পুনরায় দলিল করতে হলে ২৪ শতাংশ জমির জন্য ২৪ লাখ টাকা দিতে হবে। একপর্যায়ে মুজিবর গংদেরকে ভুক্তভোগীরা দুই লাখ টাকা নগদ প্রদানও করেন।

কিন্তু এরপর হঠাৎ রবিবার শেখ মুজিবর ও তার পরিবারের লোকজন শাহজাহানের পরিবারের উপর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং জমির কাগজপত্র লুট করে নিয়ে যান বলে অভিযোগ করেন শিউলি আক্তার।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *