ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির মৎস্যজীবী দলকে সংগঠিত করতে নতুন সমন্বয়ক জুনায়েদ ওসমান

স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পরিবারের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় প্রস্তুাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জুনায়েদ ওসমানকে ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দলের অভ্যন্তরে গত কিছুদিন ধরেই ঢাকার দক্ষিণ অঞ্চলে সংগঠনকে সক্রিয় ও শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় পর্যায়ের একজন কর্মঠ ও অভিজ্ঞ নেতার হাতে সমন্বয়কের দায়িত্ব অর্পণ করলো সংগঠনটি।

দক্ষিণের প্রতিটি থানায় নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন, সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং মৎস্যজীবী দলের কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে জুনায়েদ ওসমানের মূল দায়িত্ব। এ বিষয়ে দক্ষিণ অঞ্চলের সকল থানার নেতৃবৃন্দকে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে মোবাইল নম্বরে (+৮৮০১৭৬৬ ৭০৭ ৭০৭) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এই ঘোষণাটি দেন দলের সাবেক কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী। তিনি বলেন, “দল পুনর্গঠনের এই সময়ে পরীক্ষিত ও কর্মঠ নেতাদের সামনে নিয়ে আসতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জুনায়েদ ওসমানের মতো নেতার হাতে এই দায়িত্ব দিলে সংগঠন উপকৃত হবে।”

দলীয় সূত্রে জানা যায়, খুব শিগগিরই ঢাকার দক্ষিণাঞ্চলের থানাগুলোতে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা ও সাংগঠনিক কর্মসূচি শুরু করবেন নবনিযুক্ত সমন্বয়ক।

দলীয় নেতাকর্মীদের মধ্যে এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তারা আশা করছেন, জুনায়েদ ওসমানের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণে মৎস্যজীবী দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *