বোয়ালখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোঃ জিসান (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে বোয়ালখালী উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব বেপারীপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।

নিহত জিসান একই ইউনিয়নের মোঃ সোলাইমান বাবুর্চির পুত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে জিসান ছিল দ্বিতীয়। তিনি স্থানীয় চৌধুরীহাট এলাকার একটি স্টিলের আলমারি তৈরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ সাইফুদ্দিন জানান, জিসান ঘরের সিলিংয়ের বাঁশের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। এর আগে গতকাল দিবাগত রাত ৩টা পর্যন্ত সে এক বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। সেই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। পুলিশ জিসানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

জিসানের পিতা মোঃ সোলাইমান বাবুর্চি বলেন, “এক মাস আগে কক্সবাজার যাবে বলে জিসান তার বন্ধুদের সঙ্গে ঢাকা গিয়েছিল। এর ৫-৬ দিন পর বাড়িতে ফিরে সারাদিন মোবাইলে বন্ধুদের সঙ্গে কথা বলত, ঘরের কারো সঙ্গে তেমন একটা বলতো না। আগে সংসার খরচের জন্য টাকা দিত, পরে দেওয়া বন্ধ করে দেয়। মাঝে ওর মায়ের স্বর্ণালঙ্কার চুরি করে বিক্রি করেছে। ধারদেনা থাকতে পারে, কিন্তু সে কোনো দিন কিছু বলেনি। এজন্য কি ফাঁস খেতে হবে?”

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া বলেন, “জিসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে কে কতো টাকা পাবে তা লেখা রয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার এক বন্ধুকে আটক করা হয়েছে, যিনি গতকাল রাত পর্যন্ত জিসানের সঙ্গে কথা বলছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *