চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেন, মোঃ এনামুল হক, ও তোজাম্মেল হোসেন এবং সঙ্গীয় নারী ফোর্স অভিযানে অংশগ্রহণ করেন।

চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিচের তিনজন আসামিকে গ্রেফতার করা হয়:

১. মোঃ সাহাবুদ্দিন সাইফুল ওরফে মোঃ সাইফুল (৪৩)
পিতা: মৃত বশির আহমদ, মাতা: সালমা খাতুন
ঠিকানা: দক্ষিণ মোহরা, চররাঙ্গামাটিয়া, হাজী সারামত আলীর নতুন বাড়ি (জিনের বাড়ি), থানা-চান্দগাঁও, চট্টগ্রাম।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নং-১৬(১০)২৪, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ২৪ (খ) অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা ছিল।

২. মিসেস শাহজাদী বেগম তানিয়া
স্বামী: মোঃ নিজাম উদ্দিন
ঠিকানা: হাজী কালাম মিয়া সওদাগরের পুরাতন বাড়ি, মৌলভীপাড়া, থানা-চান্দগাঁও, চট্টগ্রাম।
তিনি অর্থ ঋণ আদালত আইন, ধারা ৩৪ অনুযায়ী ডবলমুরিং থানার অর্থ ঋণ জারী ৫১৩/২৪ মামলায় অভিযুক্ত ছিলেন।

৩. মোহাম্মদ মহিউদ্দিন
পিতা: মরহুম আলহাজ মোহাম্মদ আলী
ঠিকানা: একই এলাকার মৌলভীপাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম।
তার বিরুদ্ধেও অর্থ ঋণ আদালত আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

চান্দগাঁও থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *