জুলাই-আগস্টে ফের ফ্যাসিস্ট শক্তির উত্থানের শঙ্কা দেখা দিয়েছে: মির্জা ফখরুল

স্বাধীন সংবাদ ডেস্ক: 

জুলাই-আগস্টে ফের ফ্যাসিস্ট শক্তির উত্থানের শঙ্কা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের মতবিনিময় হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “গতকাল রাতে চারটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে দেশে গণতন্ত্র রক্ষায়, নির্বাচনী পরিবেশ তৈরিতে ও ফ্যাসিস্ট উত্থানের শঙ্কা প্রতিহত করতে বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।”

তিনি আরও বলেন, “এখন সরকারের উচিত প্রতিশ্রুত সময়েই নির্বাচন আয়োজনের প্রক্রিয়া ঘোষণা ও তা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠনই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ।”

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অভিজ্ঞতার অভাব। ‘ইগো’ ও অহমিকা দিয়ে তারা কাজ করছে। তবে তাদের দুর্বলতাকে বড় করে না দেখে সদিচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।”

সাম্প্রতিক সময়ের সহিংসতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রার ওপর হামলা কিংবা সচিবালয়ে পরিকল্পিত বিশৃঙ্খলার ঘটনা পরিকল্পিত নির্বাচনী ষড়যন্ত্রের অংশ হতে পারে। এসব ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *