ঢাকায় স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বোয়ালখালী প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: 

রাজধানীর ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছাত্র-ছাত্রী নিহত ও হতাহতদের জন্য ২৩ জুলাই, বুধবার বাদ আসর বোয়ালখালী প্রেস ক্লাবে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: লোকমান চৌধুরী। বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি (ভারপ্রাপ্ত) অধীর বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন উত্তর গোমদন্ডী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল আবছার মাইজভাণ্ডারী।

এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাব কার্যকরী কমিটির সদস্য এমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্ত্তী, সদস্য শাহ আলম, সদস্য খোরশেদ আলম, সদস্য খোরশেদুল আলম, হাসানুল আলম, তৌহিদুল রহমান, মাহমুদুর রহমান তৌহিদ, বিপ্লব জলদাশ, সবুজ অরণ্য, সাহেদ হোসাইন ছোটন, সুমন চক্রবর্তী, মোঃ সম্রাট।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *