পলাশ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি হাজী জাহিদ, সম্পাদক রনি

আনোয়ার হোসেন আনু: 

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার হাজী জাহিদ সভাপতি এবং আরটিভির নরসিংদী প্রতিনিধি নূরে-আলম রনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে প্রেসক্লাবের কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • সিনিয়র সহ-সভাপতি: জাহাঙ্গীর কবির (যুগান্তর)

  • সহ-সভাপতি: এসকে দেবনাথ সমির (সংবাদ)

  • যুগ্ম সম্পাদক: আল-আমিন মিয়া (প্রতিদিনের সংবাদ)

  • সহ-সম্পাদক: মাহবুব সৈয়দ (রূপালী বাংলাদেশ)

  • কোষাধ্যক্ষ: সাইফুল ইসলাম (জনকণ্ঠ)

  • দপ্তর সম্পাদক: তারেক পাঠান (ইনকিলাব)

  • তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সাব্বির হোসেন (একুশে সংবাদ)

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: বাইজিদ আহাম্মেদ (সময় আলো)

  • কার্যনির্বাহী সদস্য: আশাদউল্লাহ মনা (সমকাল), আক্তারুজ্জামান (ইত্তেফাক), জাহিদুল ইসলাম জাহিদ (দৈনিক সবুজ বাংলা)

নতুন কমিটির নেতারা জানান, তারা পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং গঠনমূলক সাংবাদিকতা বিকাশে কাজ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *