স্বাধীন সংবাদ ডেস্ক:
ফ্যাসিবাদের উত্থান রুখতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “জুলাই-আগস্টের এই সংকটময় মুহূর্তে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে হবে।”
বুধবার (২৩ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, “আমাদের মধ্যে মত ও পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে, ফ্যাসিবাদ, অপশক্তি ও সমাজবিরোধী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের এখনই গড়ে তুলতে হবে নিবিড় জাতীয় ঐক্য।”
দলীয় নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত ধৈর্য ধরে এগিয়েছি। ভবিষ্যতেও ধৈর্য অব্যাহত রাখতে হবে। কেউ যেন আমাদের উসকানিতে ফেলে ফাঁদে ফেলতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। তবে জাতীয় স্বার্থবিরোধীদের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”
বিবৃতির শেষভাগে তিনি বলেন, “ছাত্র, শ্রমিক ও আপামর জনতার ঐক্য অটুট থাকুক। সবাই মিলে আমরা আগামী প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ, সম্মানজনক ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলব—ইনশাআল্লাহ।”