কামরুল ইসলাম:
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানায় ব্যাটারিচালিত রিকশাচালক মো. বেলাল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ তিন দিনের অভিযানে ওসি মাহাবুবের নেতৃত্বে মামলার জট খুলে দিতে সক্ষম হয় ভূজপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে উদ্ধার করা হয়েছে নিহতের মোবাইল ফোন ও রিকশার ব্যাটারি।
পুলিশ জানায়, গত ২২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল তালতলা এলাকা থেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত তৌহিদুল ইসলাম ওরফে বানিয়াকে (২৪) গ্রেফতার করা হয়। পরদিন তার দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জ সদর থানা এলাকা থেকে নিহত বেলালের মোবাইল ফোন এবং ফেনী সদর উপজেলার মহিপাল এলাকা থেকে ছিনতাইকৃত ব্যাটারিচালিত রিকশার ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি তৌহিদ স্বীকার করে, হত্যাকাণ্ডের পর রিকশার রং পরিবর্তন করে সে ফেনীতে চলে যায় এবং ব্যাটারিগুলো খুলে একটি দোকানে বিক্রি করে। পরে রিকশাটি রাস্তার পাশে ফেলে সে নারায়ণগঞ্জে ফিরে যায়।
তদন্তে উঠে আসে, এই হত্যাকাণ্ডের পেছনে ছিল তক্ষক পাচারের একটি চক্র। নিহত বেলাল তক্ষক কিনতে চাওয়ার পর তৌহিদ তাকে এক ‘পার্টির’ সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যারা পরে প্রতারক চক্র বলে প্রমাণিত হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বেলাল তৌহিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে ক্ষোভের বশে তৌহিদ গত ২৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ভূজপুর থানাধীন নিউ দাঁতমারা চা বাগান এলাকায় বেলালকে চোলাই মদ খাইয়ে, ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
ঘটনার দু’দিন পর, ২৭ ফেব্রুয়ারি বাগান থেকে বেলালের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই বেলালের স্ত্রী বাদী হয়ে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় ওসি মাহাবুবের নেতৃত্বে ধারাবাহিক তদন্ত ও অভিযানের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন করায় ভূজপুর থানা পুলিশের প্রশংসা করছে স্থানীয়রা।