কামরুল ইসলাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঁদাবাজির মামলায় মোহাম্মদ ইব্রাহিম (৩৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (২৩ জুলাই) তাকে আদালতে হাজির করে প্রেরণ করা হয়েছে।
আটক ইব্রাহিম আনোয়ারার জুঁইদন্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং আবু তালেবের পুত্র। তিনি জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগের সহ–সভাপতির দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক হিসেবেও পরিচিত।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চাঁদাবাজির একটি মামলায় ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ইব্রাহিম নানা ধরনের প্রভাব খাটিয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।