হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কামরুল ইসলাম: 

হাইওয়ে পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন ২০২৫, মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা।

সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এছাড়া সারাদেশে কর্মরত সার্কেল এএসপি ও থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত হন।

সভায় ডিআইজি (অপারেশনস) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, মে ও জুন ২০২৫ এবং পূর্ববর্তী বছরের জুন ২০২৪-এর খাতওয়ারী ট্রাফিক সংক্রান্ত অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা মাঠপর্যায়ের কর্মকর্তাদের মহাসড়কে ট্রাফিক আইন ও শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *