ওসি আফতাবের অভিযানে চান্দগাঁওয়ে সিএমপি অধ্যাদেশে ৪ আসামি গ্রেফতার

কামরুল ইসলাম: 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশ আইনে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। ২৪ জুলাই ২০২৫, বুধবার রাতে চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদের নেতৃত্বে এসআই (নিঃ) হৃদয় মাহমুদ লিটন, এএসআই (নিঃ) আব্দুল হালিম, এএসআই (নিঃ) হাছান আহমেদসহ সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১. সুমন দে (২৩), পিতা: মদন দে, মাতা: শিখা দে; স্থায়ী ঠিকানা: পূর্ব চাম্বল, হিন্দু পাড়া, ৯নং ওয়ার্ড, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম; বর্তমান: পূর্ব ফরিদার পাড়া, কাশেমের কলোনী, চান্দগাঁও, চট্টগ্রাম।

২. মো. ইব্রাহিম ওরফে রুবেল (৩৫), পিতা: মো. ইলিয়াছ, মাতা: পারভীন আক্তার; স্থায়ী ঠিকানা: সরফ ভাটা, আলমগীর চেয়ারম্যান বাড়ী, ৪নং ওয়ার্ড, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম; বর্তমান: কাপ্তাই রাস্তার মাথা, সরোয়ার কলোনী, চান্দগাঁও, চট্টগ্রাম।

৩. মো. নয়ন (১৯), পিতা: মো. শাহাজাহান, মাতা: ফিরোজা বেগম; স্থায়ী ঠিকানা: চটলা বাজার, হাসু দালালের বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা-লালমোহন, ভোলা; বর্তমান: পূর্ব ফরিদা পাড়া, মাজার গলি, আজিজের কলোনী, চান্দগাঁও, চট্টগ্রাম।

৪. মো. ইশতিয়াক (২১), পিতা: খোকন মিয়া, মাতা: লুৎফুন্নাহার; স্থায়ী ঠিকানা: পুবাদিয়া, বাদশা কোম্পানীর বাড়ী, ৫নং ওয়ার্ড, বোয়ালখালী, চট্টগ্রাম; বর্তমান: মির্জাপুল, গার্মেন্টস সংলগ্ন রশিদ কলোনী, পাঁচলাইশ, চট্টগ্রাম।

তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৮৮(ডি) ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, থানা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *