মো. মুজাহিদুল ইসলাম:
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উত্তরা-১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম আলমগীর হোসেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টা ২০ মিনিটে টঙ্গীর আমতলী কেরানিরটেক বস্তির রেলওয়ে কলোনির একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর পুলিশ পরিদর্শক রূপম কুমার সরকার, পিপিএম (বার)। অভিযান পরিচালনায় তাকে সহায়তা করেন এএসআই মো. সাইদুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স।
গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সুধারামপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। তিনি বর্তমানে টঙ্গীর কেরানিরটেক পশ্চিমপাড়া রেলওয়ে কলোনিতে বসবাস করতেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, আটককৃত আলমগীর দীর্ঘদিন ধরে ঢাকা, গাজীপুর, টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও চারটি মাদক মামলা রয়েছে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আলমগীরকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-৪৬, তারিখ ২৪/০৭/২০২৫, ধারা ৩৬(১) সারণি ১৯(ক)) দায়ের করা হয়েছে।
আটককৃত গাঁজার বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।